Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ভিশন ও মিশন

লক্ষ্মীপুর জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় একটি সরকার কর্তৃক পরিচালিত জনগণের সেবামূলক ও সরকারী প্রতিষ্ঠান । যাহা দরিদ্র অসহায় মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণীর মানুষের নানাবিধ সেবা দিয়ে থাকে। যার প্রেক্ষিতে এ দপ্তর সরকার কর্তৃক বিভিন্ন নিদের্শনায় বিভিন্ন ধরনের উন্নয়নমূখী কাজের সাথে সম্পৃক্ত থেকে বিরতিহীনভাবে নিরলস কাজ করে যাচ্ছে। যাহা সমাজ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে বহুল পরিমানে সুনাম কুড়িয়েছে। আজ আমরা উন্নতির লক্ষ্য বস্তুকে হাতে নিয়ে সরকারের দেয়া সকল কাজকে মাথায় ধারন করে উন্নতির স্বর্ন শিখড়ে পৌঁছাবার জন্য উদ্যাম শাহসিকতা নিয়ে একের পর এক চেষ্টা চালিয়ে যাচ্ছি। এ চেষ্টা অব্যাহত রাখার জন্য এবং সরকরের দেয়া দাপ্তরিক কাজকে সামনে রেখে তারই বাস্তব চিত্র ব্যবহার করে শিক্ষিত,বেকার,স্বল্প শিক্ষিত, অর্ধ শিক্ষিত,দরিদ্র, হত দরিদ্র, অসহায়, বিত্তহীন,বিধবা, বিপত্মীক সকল কর্মঠ মহিলাদের প্রশিক্ষণের মধ্যমে কর্মমূখী করে গড়ে তুলে তােেদর হাতে কাজ দিয়ে গোটা লক্ষ্মীপুর বেকারত্বের করালগ্রাস থেকে রক্ষা করে উন্নত জীবন,উন্নয়নশীল সমাজ গড়ে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছি। যাতে করে প্রশিক্ষণপ্রাপ্ত সকল মহিলারা তাদের নিজ নিজ কর্ম দ্বারা নিজের ভাগ্যের নির্মাতা হয়ে নিজেই তার জীবন সংগ্রামে জয়ী হয়ে উন্নতি সাধন করতে সচেষ্ট হন।ইহাতে এক দিকে যেমন-উন্নতির জীবন ধারায় উন্নীত হয়ে সকল লোহমর্ষক বিপদ থেকে যেমন- বেকারত্ব,অভাব, দারিদ্র নানা  মহলকর্তৃক মহিলারা নিযার্তনের কালো হাত থেকে রক্ষা পাবে অন্য দিকে শুধু লক্ষীপুর নয় গোটা দেশ উন্নতির দিকে এগিয়ে যাবে।