আমাদের মহিলা বিয়য়ক অধিদপ্তরে- শিক্ষিত,বেকার,স্বল্প শিক্ষিত,অর্ধশিক্ষিত,দরিদ্র, হতদরিদ্র,অসহায়,বিত্তহীন,বিধবা, বিপত্মীক সকল কর্মঠ মহিলাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মমূখী করে গড়ে তুলে তােেদর হাতে কাজ দেয়ার প্রয়াসে কাজ করছে যাচ্ছে, যাতে করে তারা যেন অর্থাভাবে মানবেতর জীবন- যাপন না করে। তারা যেন অনাহারে না থাকে। সেভাবে আমাদের নূন্যতম অর্থযোগান হলেও যেমন- মহিলাদের আত্মকর্মসংস্থানের জন্য ক্ষুদ্র্্ঋণ কার্যক্রমের আওতায় এনে তাদের ৫,০০০/- থেকে ১৫,০০০/- হাজার টাকা স্বল্প সুদে ঋণ প্রদান করে থাকে,যাহা উপারকার ভোগী তার ক্ষুদ্র ব্যবসায় প্রয়োগ করতে পারছে।তাছাড়া তারা ক্ষুদ্র কুটির শিল্প,পাটিবুনন নক্সী কাঁথা সেলাই,এমব্রয়ডারীর কাজ করে জীবিকা অর্জনে সহায়ক ভ’মিকা রাখছে। আমাদের মহিলা বিষয়ক অধিদপ্তরের সেলাইয়ে প্রশিক্ষনপ্রাপ্ত মহিলারা-মহিলা টেইলার্স দিয়ে নিজের জামাকাপড় তৈরীর পাশাপাশি অন্যের অর্ডারের কাজ করছে। এ দপ্তরের অধিন্যস্থ গার্মেন্টস প্রশিক্ষক দ্বারা নানা ফ্যাশান ডিজাইনে কাজ শিখে তারা প্রশিক্ষণ শেষে বাজারজাত থেকে শুরু করে বিভিন্ন শো-রুমে রেখে বিক্রি করছে। তাছাড়া বিউটি ফিকেশন, মোমবাতি, ঠোংগা তৈয়ারীসহ নানা প্রশিক্ষণের মাধ্যমে নানা পেশায় মহিলারা নিয়োজিত আছেন।
আমাদের অর্জন শুধূ এখানেই সীমাব্ধ নয়।আমরা জিও,এনজিও সমন্বয়ে ভিজিডি উপকারভোগী,গর্ভবতী মায়ের, শিশু স্বাস্থ্য সেবা বিষয়ক বিভিন্ন পরামর্শ ও সেবা প্রদান করে থাকি।এমনকি কাজের জন্য প্রয়োজনয়ীয় প্রশিক্ষণসহ বিভিন্ন সহায়তামূলক কাজে প্রত্যন্ত এলাকা ও ইউনিয়নে গিয়ে সরকারী ও অধিন্যস্ত এনজিও অফিস প্রধান উক্ত সেবামূলক কাজের মনিটরিং করে থাকেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস